Kishore Kumar Hits

Kanika Banerjee - Asa Jaoar Pother şarkı sözleri

Sanatçı: Kanika Banerjee

albüm: Sob Shesh Sanchay, Vol. 1


আসা-যাওয়ার পথের ধারে
কেটেছে দিন গান গেয়ে মোর, কেটেছে দিন
যাবার বেলায় দেব কারে, যাবার বেলায়
দেব কারে বুকের কাছে বাজল যে বীন
আসা-যাওয়ার পথের ধারে
সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে
মীড়গুলি তার মেঘের রেখায় স্বর্ণলেখায় করব বিলীন
যাবার বেলায় দেব কারে, যাবার বেলায়
কিছু বা সে মিলনমালায় যুগলগলায়
রইবে গাঁথা, মিলনমালায়
কিছু বা সে ভিজিয়ে দেবে
দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে
কিছু বা সে মিলনমালায় যুগলগলায়
রইবে গাঁথা, মিলনমালায়
কিছু বা সে ভিজিয়ে দেবে
দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে
কিছু বা কোন চৈত্রমাসে বকুল-ঢাকা বনের ঘাসে
মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন
যাবার বেলায় দেব কারে, যাবার বেলায়
দেব কারে বুকের কাছে বাজল যে বীন
আসা-যাওয়ার পথের ধারে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar