আজি শ্রাবণঘনগহন মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে
সবার দিঠি এড়ায়ে এলে
শ্রাবণঘনগহন মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে
সবার দিঠি এড়ায়ে এলে
শ্রাবণঘনগহন মোহে
♪
প্রভাত আজি মুদেছে আঁখি
বাতাস বৃথা যেতেছে ডাকি
প্রভাত আজি মুদেছে আঁখি
বাতাস বৃথা যেতেছে ডাকি
নিলাজ নীল আকাশ ঢাকি
নিবিড় মেঘ কে দিল মেলে
শ্রাবণঘনগহন মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে
সবার দিঠি এড়ায়ে এলে
শ্রাবণঘনগহন মোহে
♪
প্রভাত আজি মুদেছে আঁখি
বাতাস বৃথা যেতেছে ডাকি
প্রভাত আজি মুদেছে আঁখি
বাতাস বৃথা যেতেছে ডাকি
নিলাজ নীল আকাশ ঢাকি
নিবিড় মেঘ কে দিল মেলে
শ্রাবণঘনগহন মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে
সবার দিঠি এড়ায়ে এলে
শ্রাবণঘনগহন মোহে
♪
কূজনহীন কাননভূমি
দুয়ার দেওয়া সকল ঘরে
একেলা কোন পথিক তুমি
পথিকহীন পথের 'পরে
কূজনহীন কাননভূমি
দুয়ার দেওয়া সকল ঘরে
একেলা কোন পথিক তুমি
পথিকহীন পথের 'পরে
হে একা সখা, হে প্রিয়তম
রয়েছে খোলা এ ঘর মম
হে একা সখা, হে প্রিয়তম
রয়েছে খোলা এ ঘর মম
সমুখ দিয়ে স্বপনসম
যেয়ো না মোরে হেলায় ঠেলে
শ্রাবণঘনগহন মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে
সবার দিঠি এড়ায়ে এলে
শ্রাবণঘনগহন মোহে
♪
কূজনহীন কাননভূমি
দুয়ার দেওয়া সকল ঘরে
একেলা কোন পথিক তুমি
পথিকহীন পথের 'পরে
হে একা সখা, হে প্রিয়তম
রয়েছে খোলা এ ঘর মম
হে একা সখা, হে প্রিয়তম
রয়েছে খোলা এ ঘর মম
সমুখ দিয়ে স্বপনসম
যেয়ো না মোরে হেলায় ঠেলে
শ্রাবণঘনগহন মোহে
গোপন তব চরণ ফেলে
নিশার মতো, নীরব ওহে
সবার দিঠি এড়ায়ে এলে
শ্রাবণঘনগহন মোহে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri