নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো চিল পাখিটার ভেঙেছে ডানা মিল পেয়েছে আজ দুজনে দুটো ঝিল পেরিয়ে ওরা উড়ে যেতে চায় দূরে যেতে চায় উড়ে যেতে চায় দূরে যেতে চায় ♪ নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো চিল পাখিটার ভেঙেছে ডানা মিল পেয়েছে আজ দুজনে দুটো ঝিল পেরিয়ে ওরা উড়ে যেতে চায় দূরে যেতে চায় উড়ে যেতে চায় দূরে যেতে চায় কত শীতভরা ছাদ, কত ঘুম পার করে কিছু রোদ মরশুম ধার করে কত ভুলভরা খাদ, কত ভয় পার করে কিছু ঠিক বিনিময় ধার করে ♪ চেয়ে থাক, খোলা মাঠ, ধুলো গ্রাম এভাবে মিশে যাক দুটো নাম হাওয়াতেই পড়ে থাক যা ছিল যেটুকুই এখানে একে এক মিলে দুই হাওয়াতেই নীল ঘুড়িটার যেই ছিঁড়েছে সুতো চিল পাখিটার ভেঙেছে ডানা মিল পেয়েছে আজ দুজনে দুটো ঝিল পেরিয়ে ওরা উড়ে যেতে চায় দূরে যেতে চায় উড়ে যেতে চায় দূরে যেতে চায় উড়ে যেতে চায় দূরে যেতে চায় উড়ে যেতে চায়