Kishore Kumar Hits

Somlata Acharyya Chowdhury - Shiraye Chhote Traffic şarkı sözleri

Sanatçı: Somlata Acharyya Chowdhury

albüm: Shiraye Chhote Traffic (From "Manobjomin")


শিরায় ছোটে traffic সারারাত্রিব্যাপী
তবু তোমার আসতে এত দেরি
হিংসের আতসবাজি, সময় বড্ড ফাজিল
রক্ত দেখে বলে, "Bloody Mary"
শরীর ভাঙে জলে, লিটলম্যাগের stall-এ
আদর ভাঙে নরম টিরামিসু
বিষাদ ফিরি করে একলা ফেরে ঘরে
লোকে বলে, "সে কলকাতার যিশু"
এই শহরে সইয়ে নিলে অনেক কিছু সয়
নোনতা চোখের মিথ্যে আলো, ঠোঁটে মিঠে ভয়
রাত বাড়লে কে জানে কী হয়!

বারুদ জমে glass-এ, আগুন ভালোবাসে
পোড়ার সময় খুচরো দেখে নিয়ো
রেশায় তুরুপ তারা, পোশাক দিশেহারা
সময় যেন একা ডিক্যাপ্রিও
কে আস্তিনে ছুরি, গোপন জারিজুরি
তোমার কাছে নালিশ লিখে রাখি
বোতাম-খোলা ছাদে, সেলাই পড়ে চাঁদে
জুয়ায় হারি জোছনা, জোনাকি
এই শহরে সইয়ে নিলে অনেক কিছু সয়
নোনতা চোখের মিথ্যে আলো, ঠোঁটে মিঠে ভয়
রাত বাড়লে কে জানে কী হয়!
তুমিও আসতে পারতে বিকেলে মঁমার্তে
প্যাস্টেলেই আঁকা হতো সে ছবি
সময় কাটা ঘুড়ি, নিখোঁজ হওয়া tourist
ভালোবাসা বড্ড claustrophobic
কৌটো ভ্রমর সন্ধি, "On the Rocks"-এ মন দিই
রেশম খুঁজে মরে বৃষ্টি-বরফ
দস্তানায় কী স্পর্শ, লক্ষ আলোকবর্ষ
সেরে গেছে গতজন্মের জ্বরও
এই শহরে সইয়ে নিলে অনেক কিছু সয়
নোনতা চোখের মিথ্যে আলো, ঠোঁটে মিঠে ভয়
রাত বাড়লে কে জানে কী হয়!
রাত বাড়লে কে জানে কী হয়!

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar