Kishore Kumar Hits

Supratik Das - Nil Anjonoghano şarkı sözleri

Sanatçı: Supratik Das

albüm: Nil Anjonoghano


নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সমবৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর
নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সমবৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর
বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর
বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর
ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর
ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর
হে গম্ভীর, হে গম্ভীর
নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সমবৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর

বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে
মেঘমন্দ্রিত ছন্দে
কদম্ববন গভীর মগন আনন্দঘন গন্ধে
বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে
মেঘমন্দ্রিত ছন্দে
কদম্ববন গভীর মগন আনন্দঘন গন্ধে
নন্দিত তব উৎসবমন্দির
নন্দিত তব উৎসবমন্দির
হে গম্ভীর, হে গম্ভীর
নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সমবৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর

দহনশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা
পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা
দহনশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা
পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা
মাটির কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ
দিকে দিকে হল দীর্ণ
নব অঙ্কুর-জয়পতাকায় ধরাতল সমাকীর্ণ
মাটির কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ
দিকে দিকে হল দীর্ণ
নব অঙ্কুর-জয়পতাকায় ধরাতল সমাকীর্ণ
ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর
ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর
হে গম্ভীর, হে গম্ভীর
নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সমবৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর
নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সমবৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর
বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর
বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর
ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর
ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর
হে গম্ভীর, হে গম্ভীর
নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সমবৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর
নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সমবৃত অম্বর
হে গম্ভীর, হে গম্ভীর

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar