সখি আমিই না হয় মান করেছিনু
আমিই না হয় মান করেছিনু
তোরা তো সকলে ছিলি
সখি আমিই না হয় মান করেছিনু
তোরা তো সকলে ছিলি
ফিরে গেল হরি, তোরা পায়ে ধরি
ফিরে গেল হরি, তোরা পায়ে ধরি
কেন নাহি ফিরাইলি
সখি আমিই না হয় মান করেছিনু
তোরা তো সকলে ছিলি
♪
তারে ফিরান যে পায়ে ধরি
তার পায়ে পায়ে ফেরেন হরি
ফিরান যে পায়ে ধরি
তার পায়ে পায়ে ফেরেন হরি
পরিহরি মান
পরিহরি মান, অভিমান
তারে কেন নাহি ফিরাইলি
সখি আমিই না হয় মান করেছিনু
তোরা তো সকলে ছিলি
♪
তোরা তো হরির স্বভাব জানিস
তার স্ব-ভাবের চেয়েও পরভাব বেশি
তোরা তো হরির স্বভাব জানিস
তার স্বভাব জেনেও রইলি স্ব-ভাবে
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
♪
তোদের পরম-পুরুষ পরবোধ হল
ডাকলি না পরবোধে
তোদের পরম-পুরুষ পরবোধ হল
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
তারে প্রবোধ কেন দিলি নে সই
প্রবোধ কেন দিলি নে সই
তোরা তো চিনিস হরিরে
প্রবোধ কেন দিলি নে সই
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
♪
হরি প্রহরী হইয়া রহিত রাধার
ঈষৎ অনুরোধে
হরি প্রহরী হইয়া রহিত রাধার
ঈষৎ অনুরোধে
তারে অনুরোধ কেন করলি নে সই
অনুরোধ কেন করলি নে সই
তোরা যে রাধার অনুবর্তিণী
অনুরোধ কেন করলি নে সই
ওরে তোরা যে আমার অনুরাধা
অনুরোধ কেন করলি নে সই
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
ডাকলি না পরবোধে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri