Kishore Kumar Hits

Jayati Chakraborty - Amar Nai Ba Holo şarkı sözleri

Sanatçı: Jayati Chakraborty

albüm: Hasir Bane


আমার নাইবা হল পারে যাওয়া
আমার নাইবা হল পারে যাওয়া
যে হাওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া
নাইবা হল পারে যাওয়া
আমার নাইবা হল পারে যাওয়া

নেই যদি বা জমল পাড়ি ঘাট আছে তো বসতে পারি
নেই যদি বা জমল পাড়ি ঘাট আছে তো বসতে পারি
আমার আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী-বাওয়া
আশার তরী ডুবল যদি দেখব তোদের তরী-বাওয়া
নাইবা হল পারে যাওয়া
আমার নাইবা হল পারে যাওয়া

হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে
হাতের কাছে কোলের কাছে যা আছে সেই অনেক আছে
আমার সারা দিনের এই কি রে কাজ ওপার-পানে কেঁদে চাওয়া
সারা দিনের এই কি রে কাজ ওপার-পানে কেঁদে চাওয়া

কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা
কম কিছু মোর থাকে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা
আমার সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি-দাওয়া
সেইখানেতেই কল্পলতা যেখানে মোর দাবি-দাওয়া
নাইবা হল পারে যাওয়া
আমার নাইবা হল পারে যাওয়া
যে হাওয়াতে চলত তরী অঙ্গেতে সেই লাগাই হাওয়া
নাইবা হল পারে যাওয়া
আমার নাইবা হল পারে যাওয়া
আমার নাইবা হল পারে যাওয়া
আমার নাইবা হল পারে যাওয়া

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar