Jayati Chakraborty - Chand Ke Jane Aaj Uthbe Ki Na şarkı sözleri
Sanatçı:
Jayati Chakraborty
albüm: Chand Ke Jane Aaj Uthbe Ki Na
চাঁদ, কে জানে আজ উঠবে কিনা
চাঁদ, কে জানে আজ উঠবে কিনা
থাকবে ঢাকা মেঘ ছায়াতে
ঝিরি ঝিরি বৃষ্টি নুপুর
শুনবে আকাশ শাওন রাতে
চাঁদ, কে জানে আজ উঠবে কিনা
চাঁদ, কে জানে আজ উঠবে কিনা
♪
মাতাল হাওয়া গন্ধ নিয়ে
বন মহুয়ার হবে পাগল
খুশির নেশায় উঠবে মেতে
ছন্দবিহীন মেঘের দল
মাতাল হাওয়া গন্ধ নিয়ে
বন মহুয়ার হবে পাগল
খুশির নেশায় উঠবে মেতে
ছন্দবিহীন মেঘের দল
সুর উঠবে আবার বেজে জানি
সুর উঠবে আবার বেজে জানি
মনের ছেঁড়া তানপুরাতে
চাঁদ, কে জানে আজ উঠবে কিনা
চাঁদ, কে জানে আজ উঠবে কিনা
♪
জোনাকিরা পাতায় পাতায়
হাজার বাতির রশ্মি জ্বেলে
কানে কানে বলবে কথা
চাঁদের সাথে খেলার ছলে
জোনাকিরা পাতায় পাতায়
হাজার বাতির রশ্মি জ্বেলে
কানে কানে বলবে কথা
চাঁদের সাথে খেলার ছলে
ভোরের আলোর নতুন রঙে
জাগবে প্রাণে রঙিন আশা
সাজবে মন, এ পোড়া মন
দিয়ে প্রথম ভালোবাসা
♪
ভোরের আলোর নতুন রঙে
জাগবে প্রাণে রঙিন আশা
সাজবে মন, এ পোড়া মন
দিয়ে প্রথম ভালোবাসা
ঘর বাঁধবে তারা দু'জন মিলে
ঘর বাঁধবে তারা দু'জন মিলে
উষ্ণ প্রেমের রংতুলিতে
চাঁদ, কে জানে আজ উঠবে কিনা
থাকবে ঢাকা মেঘ ছায়াতে
ঝিরি ঝিরি বৃষ্টি নুপুর
শুনবে আকাশ শাওন রাতে
চাঁদ, কে জানে আজ উঠবে কিনা
চাঁদ, কে জানে আজ উঠবে কিনা
চাঁদ, ও চাঁদ, ও চাঁদ
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri