Kishore Kumar Hits

Jayati Chakraborty - Boshe Achhi Hey şarkı sözleri

Sanatçı: Jayati Chakraborty

albüm: Dnohaar Robi


বসে আছি হে কবি শুনিব তোমার বাণী
কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি
বসে আছি হে কবি শুনিব তোমার বাণী
কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি
কবে প্রাণ জাগিবে, তব প্রেম গাহিবে
দ্বারে দ্বারে ফিরি সবার হৃদয় চাহিবে
নরনারীমন করিয়া হরণ চরণে দিবে আনি
কেহ শুনে না গান, জাগে না প্রাণ
বিফলে গীত অবসান
তোমার বচন করিব রচন সাধ্য নাহি নাহি
তুমি না কহিলে কেমনে কব প্রবল অজেয় বাণী তব
তুমি যা বলিবে তাই বলিব আমি কিছুই না জানি
তব নামে আমি সবারে ডাকিব হৃদয়ে লইব টানি
তুমি যা বলিবে তাই বলিব আমি কিছুই না জানি
তব নামে আমি সবারে ডাকিব হৃদয়ে লইব টানি

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar