এপারের খেলা শেষ হয়ে এলো
এপারের খেলা শেষ হয়ে এলো
নিয়ে চলো ওপারে
হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো
পার করো আমারে
হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো
পার করো আমারে
♪
দেওয়া-নেওয়া, পাওনা-দেনা
দেওয়া-নেওয়া, পাওনা-দেনা
ফুরিয়েছে তাই
বেলা শেষে গানের সুরে
বেলা শেষে গানের সুরে
সুর খুঁজে না পাই
যারে খুঁজি, খুঁজে মরি
যারে খুঁজি, খুঁজে মরি
কোথায় পাবো তারে?
হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো
পার করো আমারে
হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো
পার করো আমারে
♪
আলো নিভে যখন আসে
আলো নিভে আসে যখন
আধাঁর আসে ঘিরে
একলা এসে দাঁড়ায় জীবন
একলা এসে দাঁড়ায় জীবন
নদীর ভাঙা তীরে
কী যে পেলাম, কী হারালাম
কী যে পেলাম, কী হারালাম
খুঁজি বারে বারে
হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো
পার করো আমারে
হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো
পার করো আমারে
হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো
পার করো আমারে
Поcмотреть все песни артиста