(নী রে গা) (নী রে গা)
(পা রে) (পা রে)
(সা গা পা মা) (সা গা পা মা)
(নী রে গা নী রে সা) (নী রে গা নী রে সা)
গানে গানে গুরুদেব তোমাকে জানাই প্রনাম
গানে গানে গুরুদেব তোমাকে জানাই প্রনাম
সুরে তালে ছন্দে, সুরে তালে ছন্দে
তোমাকে জানাই প্রনাম
গানে গানে গুরুদেব তোমাকে জানাই প্রনাম
তুমি সুর বেঁধে দিলে আমারি তারে
সে সুর নানা রঙে রঙবাহারে
তুমি সুর বেঁধে দিলে আমারি তারে
সে সুর নানা রঙে রঙবাহারে
সকাল সাঁঝে আমি গেয়ে যাই গান
সকাল সাঁঝে আমি গেয়ে যাই গান
গানে গানে রেখে যাই আমার প্রনাম
গানে গানে গুরুদেব তোমাকে জানাই প্রনাম
তুমি ঘুম ভাঙা আলো ভৈরবী গান
তুমি ঘুম ভাঙা আলো ভৈরবী গান
বিকেলে পুরবীতে তুমি আলোম্লান
মেঘমল্লারে বৃষ্টি ঝরাও
মেঘমল্লারে বৃষ্টি ঝরাও
কি মনে বাহারে তুমি করাও যে স্নান
এজীবনে সংগীত ছড়িয়ে দিলে
সারগমে এজীবন ভরিয়ে দিলে
এজীবনে সংগীত ছড়িয়ে দিলে
সারগমে এজীবন ভরিয়ে দিলে
তুমি কলাবতী তুমি স্যাম কল্যান
তুমি কলাবতী তুমি স্যাম কল্যান
তোমার করুনা এই কন্ঠের গান
গানে গানে গুরুদেব তোমাকে জানাই প্রনাম
সুরে তালে ছন্দে, সুরে তালে ছন্দে
তোমাকে জানাই প্রনাম
গানে গানে গুরুদেব তোমাকে জানাই প্রনাম
গানে গানে গুরুদেব তোমাকে জানাই প্রনাম
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri