Jayati Chakraborty - Maa şarkı sözleri
Sanatçı:
Jayati Chakraborty
albüm: Melodious Jayati
ॐ जपाकुसुम संकाशं काश्यपेयं महद्युतिं
तमोरिसर्व पापघ्नं प्रणतोस्मि दिवाकरं
ভোরবেলা উঠে নরম আলোয়
জবাকুসুম গান
ভোরবেলা উঠে নরম আলোয়
জবাকুসুম গান
গাইতে তুমি, মা, মধুর কন্ঠে
আমি একা শুনতাম
জবাকুসুম গান
শিশিরে শিশিরে আকাশের স্নান
পাখিদের কলতান
শিশিরে শিশিরে আকাশের স্নান
পাখিদের কলতান
নরম হাওয়ায় জেগে ওঠা সুর
ভরিয়ে দিতো এ প্রাণ
তোমার গানের পরশে আমার
স্বপ্ন খুঁজে পেতাম
স্বপ্ন খুঁজে পেতাম
স্বপ্ন খুঁজে পেতাম
সন্ধ্যা যখন তুলসি তলায়
প্রদীপ তোমার হাতে
কম্পিত শিখা প্রণত বিনত
সমাগত সেই রাতে
তোমার সুরেলা আরতির মাঝে
শান্তি খুঁজে পেতাম
স্বপ্ন খুঁজে পেতাম
শান্তি খুঁজে পেতাম
রাত ঘন হলে
ঘুম ঘুম চোখ তোমার আঁচল খোঁজে
রাত ঘন হলে
ঘুম ঘুম চোখ তোমার আঁচল খোঁজে
তোমার আদরে স্বপ্নালু চোখ
আবেশে আস্ত বুঁজে
তুমি মা ভরসা, তুমি আশ্রয়
এ কথা বুঝে নিতাম
স্বপ্ন খুঁজে পেতাম
শান্তি খুঁজে পেতাম
ভোরবেলা উঠে নরম আলোয়
জবাকুসুম গান
গাইতে তুমি, মা, মধুর কন্ঠে
আমি একা শুনতাম
জবাকুসুম গান
জবাকুসুম গান
জবাকুসুম গান
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri