বাংলা আমার সুরের সাথি, গানের প্রেরণা বাংলা আমার ভালোবাসা, বাংলা আমার মা সবার চেয়ে সেরা আমার জননী জন্মভূমি স্বর্গ আমার, গর্ব আমার, বাংলা মাগো, তুমি ♪ তুমি রঙবেরঙের ফুল যে ফোটাও সারাবছর ধরে ১২ মাসে ১৩ পাবন আসে ঘুরেফিরে একতারাটা বাজিয়ে বাউল গায় উদাসী গান ভাটিয়ালি সুরে মাঝি বৈঠাতে দেয় টান সোনার চেয়েও তুমি, মাগো, অনেক বেশি দামি স্বর্গ আমার, গর্ব আমার, বাংলা মাগো, তুমি যদি নতুন দিনে তোমার কাছে আবার আসি ফিরে চিনতে তুমি পারবে কি, মা, আমায় নতুন করে? যা চেয়েছি তারও বেশি দিলে চিরদিনই আপন করে আমি শুধু তাই তোমাকে চিনি এই দুনিয়া ঘুরে আমি তোমার কাছেই থামি স্বর্গ আমার, গর্ব আমার, বাংলা মাগো, তুমি বাংলা আমার সুরের সাথি, গানের প্রেরণা বাংলা আমার ভালোবাসা, বাংলা আমার মা বাংলা আমার ভালোবাসা, বাংলা আমার মা বাংলা আমার ভালোবাসা, বাংলা আমার মা