Kishore Kumar Hits

Jayati Chakraborty - E Pare Mukhor Holo Keka şarkı sözleri

Sanatçı: Jayati Chakraborty

albüm: Premer Gaane Jayati


এ পারে মুখর হল কেকা ওই
কেকা...
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
এক কহে, আর-একটি একা কই
একা...
শুভযোগে কবে হব দুঁহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই

অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া
অধীর সমীর পুরবৈয়াঁ
নিবিড় বিরহব্যথা বইয়া
নিশ্বাস ফেলে মুহু মুহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই

আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে
আষাঢ় সজলঘন আঁধারে
ভাবে বসি দুরাশার ধেয়ানে
আমি কেন তিথিডোরে বাঁধা রে
ফাগুনেরে মোর পাশে কে আনে
ঋতুর দু ধারে থাকে দুজনে
মেলে না যে কাকলি ও কূজনে
ঋতুর দু ধারে থাকে দুজনে
মেলে না যে কাকলি ও কূজনে
আকাশের প্রাণ করে হূহু হায়
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই
কেকা...
ও পারে নীরব কেন কুহু হায়
কুহু কুহু কুহু হায়
এ পারে মুখর হল কেকা ওই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar