Kishore Kumar Hits

Jayati Chakraborty - Biraso Din, Biralo Kaj şarkı sözleri

Sanatçı: Jayati Chakraborty

albüm: Premer Gaane Jayati


বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে
বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে
বিরস দিন বিরল কাজ

একেলা রই, একেলা রই অলসমন
নীরব এই ভবনকোণ
একেলা রই, একেলা রই অলসমন
নীরব এই ভবনকোণ
ভাঙিলে দ্বার
ভাঙিলে দ্বার কোন সে ক্ষণ অপরাজিত ওহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে
বিরস দিন বিরল কাজ

কানন-'পর ছায়া বুলায়, ঘনায় ঘনঘটা
গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা
কানন-'পর ছায়া বুলায়, ঘনায় ঘনঘটা
গঙ্গা যেন হেসে দুলায় ধূর্জটির জটা
যেথা যে রয়
যেথা যে রয় ছাড়িল পথ
ছুটালে ওই বিজয়রথ
যেথা যে রয় ছাড়িল পথ
ছুটালে ওই বিজয়রথ
আঁখি তোমার
আঁখি তোমার তড়িতবৎ ঘনঘুমের মোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে
বিরস দিন বিরল কাজ, প্রবল বিদ্রোহে
এসেছ প্রেম, এসেছ আজ কী মহা সমারোহে
বিরস দিন বিরল কাজ

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar