যায় দূরে যায় দূরে ঢেউ তুলে ঢেউ তুলে নাইয়া নাইয়া রোদ্দুরে রোদ্দুরে যায় যায় যায় উড়ে নাইয়া নাইয়া যায় চলে যায় যায় চলে যায় সব ভুলে নাইয়া নাইয়া হেইও রে হেইও রে, টান টান টান জোরে নাইয়া নাইয়া নাইয়া উথালি পাথালি ঢেউয়ে চলে নাইয়া আছারি পিছাড়ি বুকে নাইয়ার উথালি পাথালি ঢেউয়ে চলে নাইয়া আছারি পিছাড়ি বুকে নাইয়ার জানে জলেতে মরণ দোলে, বেঁচে নিতে হবে তাই যাবে সে যাবেই জলে উথালি পাথালি ঢেউয়ে চলে নাইয়া যায় দূরে যায় দূরে ঢেউ তুলে ঢেউ তুলে নাইয়া নাইয়া রোদ্দুরে রোদ্দুরে যায় যায় যায় উড়ে নাইয়া নাইয়া যায় চলে যায় যায় চলে যায় সব ভুলে নাইয়া নাইয়া হেইও রে হেইও রে, টান টান টান জোরে নাইয়া নাইয়া নাইয়া হাওয়াতে ওড়ায়ে চুল জলপরী গায় ভাঙ্গা হাল, ছেঁড়া পাল নাই, আর নাই চেয়ে থাকে সাঁঝতারা ছড়ায়ে আলো সোহাগের কথা বলে সাগর কালো "হারাবো হারাবো আমি," বলে নাইয়া (নি সা রে নি সা রে সা) সোহাগের আগুনে জ্বলে নাইয়া (নি পা মা রে সা নি রে সা) "হারাবো হারাবো আমি," বলে নাইয়া সোহাগের আগুনে জ্বলে নাইয়া জানে জলেতে মরণ দোলে, বেঁচে নিতে হবে তাই যাবে সে যাবেই জলে উথালি পাথালি ঢেউয়ে চলে নাইয়া ♪ ধিন তা ধিন তা না না (ধিন তা ধিন তা না না) ধিন তা ধিন তা না না (ধিন তা ধিন তা না না) ধিন তা ধিন তা না না (ধিন তা ধিন তা না না) ধিন তা ধিন তা না না (ধিন তা ধিন তা না না) ডাকে বালিতীর, "ফিরে আয় ফিরে আয় এই মাটি তোর ঘর, তোর আশ্রয়" "ফিরে যাবো যদি পাই একটা জীবন মুখোশের ভিড়ে যদি পাই কোনো মন" পাবে না পাবে না মন, জানে নাইয়া (নি সা রে নি সা রে সা) মিশে যায় নীলে তাই, ভাসে নাইয়া (নি পা মা রে সা নি রে সা) পাবে না পাবে না মন, জানে নাইয়া মিশে যায় নীলে তাই, ভাসে নাইয়া জানে জলেতে মরণ দোলে, বেঁচে নিতে হবে তাই যাবে সে যাবেই জলে উথালি পাথালি ঢেউয়ে চলে নাইয়া যায় দূরে যায় দূরে ঢেউ তুলে ঢেউ তুলে নাইয়া নাইয়া রোদ্দুরে রোদ্দুরে যায় যায় যায় উড়ে নাইয়া নাইয়া যায় চলে যায় যায় চলে যায় সব ভুলে নাইয়া নাইয়া হেইও রে হেইও রে, টান টান টান জোরে নাইয়া নাইয়া নাইয়া