যেই দিন গেছে, দূরে চলে গেছে উদাসীন মেলে দু'ডানা কোনোদিনও সে যদি পিছু ডাকে কাছে তার ফেরা যাবে না যেই দিন গেছে, দূরে চলে গেছে উদাসীন মেলে দু'ডানা কোনোদিনও সে যদি পিছু ডাকে কাছে তার ফেরা যাবে না যেই দিন গেছে, দূরে চলে গেছে ♪ ছায়া-ছায়া জল দু'হাতের আঁজলাতে ভরে জলছবি শুধু বোনা ঘুমঘুম দোল এ বুকের অন্দরে কত রূপকথার আনাগোনা ধুয়ো-ধুয়ো তেপান্তরের হাতছানি কানামাছি খেলা বিকেল বেলার সেই সেদিন সেই দিন গেছে, হারিয়ে গেছে ♪ কত হাসি-গান রোদেলা প্রান্তরে কত রঙছড়া ভোরের বেলা জমে আছে আজ কোন স্মৃতির অন্তরে আগামীর পথে এখন চলা আনমনা মন ফিরে শুধু দেখে হারিয়ে গেল ছোট্টবেলার সেই সেদিন সেই দিন গেছে, দূরে চলে গেছে উদাসীন মেলে দু'ডানা কোনোদিনও সে যদি পিছু ডাকে কাছে তার ফেরা যাবে না যেই দিন গেছে, দূরে চলে গেছে