Kishore Kumar Hits

Subhamita - Jodi Jantem şarkı sözleri

Sanatçı: Subhamita

albüm: Gopano Kathati


যদি জানতেম আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম
যদি জানতেম
কে যে আমায় কাঁদায়
কে যে আমায় কাঁদায়, আমি কী জানি তার নাম
যদি জানতেম আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম
যদি জানতেম

কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে?
কোথায় যে হাত বাড়াই মিছে, ফিরি আমি কাহার পিছে?
সব যেন মোর বিকিয়েছে, পাইনি তাহার দাম
যদি জানতেম আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম
যদি জানতেম

এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে
ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে
এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে
ভুবন ভরে আছে যেন, পাই নে জীবন ভরে
সুখ যারে কয় সকল জনে, বাজাই তারে ক্ষণে ক্ষণে
সুখ যারে কয় সকল জনে, বাজাই তারে ক্ষণে ক্ষণে
গভীর সুরে "চাই নে, চাই নে"
গভীর সুরে "চাই নে, চাই নে" বাজে অবিশ্রাম
যদি জানতেম আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম
যদি জানতেম

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar