কে জানে কত না স্মৃতির ধুলো মাখা কত ফেলে আসা পথের পিছু ডাকা কে জানে কত না স্মৃতির ধুলো মাখা কত ফেলে আসা পথের পিছু ডাকা না, জানি না, জানি না কোন অজানা টানে মনের প্রকৃতি এ কোন রঙে আঁকা কে জানে কত না স্মৃতির ধুলো মাখা কত ফেলে আসা পথের পিছু ডাকা কে জানে কত না ♪ না পারেনি মন সব জানতে হয়তো হব বিফল পথপ্রান্তে না পারেনি মন সব জানতে হয়তো হব বিফল পথপ্রান্তে নয়তো থাকবে পদ চিহ্নতে বিজয়ের রেণু আঁকা নয়তো থাকবে পদ চিহ্নতে বিজয়ের রেণু আঁকা না, জানি না, জানি না কোন অজানা টানে মনের প্রকৃতি এ কোন রঙে আঁকা কে জানে কত না স্মৃতির ধুলো মাখা কত ফেলে আসা পথের পিছু ডাকা কে জানে কত না ♪ সব স্মৃতি মুখ হয়ে ভাসে ক্লান্ত দিনের শেষে অবকাশে সব স্মৃতি মুখ হয়ে ভাসে ক্লান্ত দিনের শেষে অবকাশে স্মৃতির বনানী পার হয়ে তবু যেতে হয় একা একা স্মৃতির বনানী পার হয়ে তবু যেতে হয় একা একা না, জানি না, জানি না কোন অজানা টানে মনের প্রকৃতি এ কোন রঙে আঁকা কে জানে কত না স্মৃতির ধুলো মাখা কত ফেলে আসা পথের পিছু ডাকা না, জানি না, জানি না কোন অজানা টানে মনের প্রকৃতি এ কোন রঙে আঁকা কে জানে কত না স্মৃতির ধুলো মাখা কত ফেলে আসা পথের পিছু ডাকা কে জানে কত না