Subhamita - Chhayay Chhayay şarkı sözleri
Sanatçı:
Subhamita
albüm: Jodi Bondhu Hao
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
খুঁজেছি নিজেকে চেনা আলোতে কতবার
এত আলো তবু ছড়ালো আঁধার
এত আলো তবু আলেয়া দু'চোখে জড়ায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
♪
প্রতিদিন সবার চোখে নিজেকে দেখা
প্রতিদিন সবার চোখে নিজেকে দেখা
আর নিজের পরিচয় অবহেলায় বাঁচে একা
হাজার পাহাড় আঁধার আমার
বিষন্ন রাত পোহায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
♪
কখনও-সখনও বিবর্ণ বিপন্ন
কে যেন দু'হাত বাড়ায়
বারে বারে ক্ষয়ে যাই শূন্যতায়
কখনও-সখনও বিবর্ণ বিপন্ন
কে যেন দু'হাত বাড়ায়
বারে বারে ক্ষয়ে যাই শূন্যতায়
চেনা চেনা ছবির অরণ্যে
কিসের সন্ধানে ছোটে মন
♪
চেনা চেনা ছবির অরণ্যে
কিসের সন্ধানে ছোটে মন
মুখোশের আড়ালে উঁকি দেয় অন্য জীবন
হঠাৎ কখন চেনা জীবন
আবার সামনে দাঁড়ায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
খুঁজেছি নিজেকে চেনা আলোতে কতবার
এত আলো তবু ছড়ানো আঁধার
এত আলো তবু আলেয়া দু'চোখে জড়ায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
ছায়ায় ছায়ায় এ মুখ শুধুই ঢেকে যায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri