ভালোবাসার ঘর বেঁধেছি তাতেই শুধু তোমায় মানায় ছায়া বসে গল্প করে সুরের আলো কানায় কানায় ভালোবাসার ঘর বেঁধেছি তাতেই শুধু তোমায় মানায় ছায়া বসে গল্প করে সুরের আলো কানায় কানায় ♪ এ ঘরের নেই তো দেয়াল কোন খেয়াল ওই আকাশটাকে ডেকে নেয় বুকের কাছে সারারাত জড়িয়ে থাকে এ ঘরের নেই তো দেয়াল কোন খেয়াল ওই আকাশটাকে ডেকে নেয় বুকের কাছে সারারাত জড়িয়ে থাকে শুধু এক জানলা খোলা যদি চাঁদ নৌকা বানায় স্বপ্নের পাল তুলে এ মন ভেসে যাবে কানায় কানায় ♪ কি বিশাল এইটুকু ঘর নেই কোনো পথ পথের টানে ধুলোতে যায় গুড়িয়ে জুড়ে যায় জীবন গানে কি বিশাল এইটুকু ঘর নেই কোনো পথ পথের টানে ধুলোতে যায় গুড়িয়ে আর জুড়ে যায় জীবন গানে যদি চাও আসতে পারো দেখা হবে ফের দুজনায় হাতে হাত রাখলে দেখো ভরে যাবে কানায় কানায় যদি চাও আসতে পারো দেখা হবে ফের দুজনায় হাতে হাত রাখলে দেখো ভরে যাবে কানায় কানায় ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর ভালোবাসার ঘর, ভালোবাসার ঘর