Kishore Kumar Hits

Subhamita - Oi Malatilata Dole Dole şarkı sözleri

Sanatçı: Subhamita

albüm: Arunobani


ঐ মালতীলতা দোলে, দোলে পিয়ালতরুর কোলে
ঐ মালতীলতা দোলে
পুব-হাওয়াতে মালতীলতা দোলে
মোর হৃদয়ে লাগে দোলা, ফিরি আপনভোলা
মোর ভাবনা কোথায় হারা মেঘের মতন যায় চলে
ঐ মালতীলতা দোলে

জানিনে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী
কোন নিভৃত বাতায়নে
জানিনে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী
কোন নিভৃত বাতায়নে
সেথা নিশীথের জল-ভরা কণ্ঠে
কোন বিরহিণীর বাণী তোমারে কী যায় ব'লে
ঐ মালতীলতা দোলে, দোলে পিয়ালতরুর কোলে
ঐ মালতীলতা দোলে
পুব-হাওয়াতে মালতীলতা দোলে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar