ডাকনামে ডাকছে ভোর শিস দিয়ে তোর শহর আমি তোর আঙ্গুল ছুঁয়ে সুর পাঠাই খুঁজে গান কাঁধের তিল দু'চোখে অন্ত্যমিল আমি আজ বর্ষাফেরত সুর পাঠাই আমি তোর মেঘলা দিনে খাদের ধার আমি তোর জোৎস্না ভেজা কলকাতা আমি খুঁজি একলা ছাতার আধভেজা গল্পটাই ডাকনামে ডাকছে ভোর শিস দিয়ে তোর শহর আমি তোর আঙ্গুল ছুঁয়ে সুর পাঠাই ♪ নিভে যাওয়া আলো দেখেছি গোপনে ফেলে আসা কথা মন-আনমনে ডাকনামে আর তো ফিরে আসবি না খুঁজে গান এই শ্রাবণের ঠিকানা আমি তোকে ফিরতি পথে ডাক পাঠাই আমি তোর মেঘ বালিশে চোখ ভেজাই আমি খুঁজি একলা ছাতার আধভেজা গল্পটাই ডাকনামে ডাকছে ভোর শিস দিয়ে তোর শহর আমি তোর আঙ্গুল ছুঁয়ে সুর পাঠাই খুঁজে গান কাঁধের তিল দু'চোখে অন্ত্যমিল আমি আজ বর্ষাফেরত সুর পাঠাই ♪ মেঘ ছুঁয়ে সিঁড়ি চিলেকোঠা ঘরে ধুলো মাখা চিঠি স্মৃতির শহরে ডাকনামে আর তো ফিরে আসবি না খুঁজি গানেই গোধূলি ঠিকানা আমি তোকে ফিরতি পথে ডাক পাঠাই আমি তোর মেঘ বালিশে চোখ ভেজাই আমি খুঁজি একলা ছাতার আধভেজা গল্পটাই ডাকনামে ডাকছে ভোর শিস দিয়ে তোর শহর আমি তোর আঙ্গুল ছুঁয়ে সুর পাঠাই খুঁজে গান কাঁধের তিল দু'চোখে অন্ত্যমিল আমি আজ বর্ষাফেরত সুর পাঠাই আমি তোর মেঘলা দিনে খাদের ধার আমি তোর জোৎস্না ভেজা কলকাতা আমি খুঁজি একলা ছাতার আধভেজা গল্পটাই ডাকনামে ডাকছে ভোর শিস দিয়ে তোর শহর আমি তোর আঙ্গুল ছুঁয়ে সুর পাঠাই খুঁজে গান কাঁধের তিল দু'চোখে অন্ত্যমিল আমি আজ বর্ষাফেরত সুর পাঠাই