Kishore Kumar Hits

Subhamita - Dao Abosor şarkı sözleri

Sanatçı: Subhamita

albüm: Dao Abosor - Single


একটুখানি দাও অবসর বসতে কাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে
তোমায় আমার অনেক যুগের
অনেক কথা বলার আছে
দাও অবসর বসতে কাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে

গ্রহ ঘিরে উপগ্রহ যেমন ঘোরে অহরহ
গ্রহ ঘিরে উপগ্রহ যেমন ঘোরে অহরহ
আমার আকুল এ বিরহ
তেমনি করে তোমায় যাচে
একটুখানি দাও অবসর বসতে কাছে

চিরকালই রইবে তুমি
আমার পাওয়ার বহুদূরে
আজকে ক্ষণিক কইবো কথা
সকরুণ গানের সুরে
চিরকালই রইবে তুমি
আমার পাওয়ার বহুদূরে
আজকে ক্ষণিক কইবো কথা
সকরুণ গানের সুরে

কইবো কথা গানে গানে
চাইবো না আর নয়ন পানে
কইবো কথা গানে গানে
চাইবো না আর নয়ন পানে
আমার চোখের অশ্রুরেখা
দেখে আমায় চেনো পাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে
তোমায় আমার অনেক যুগের
অনেক কথা বলার আছে
দাও অবসর বসতে কাছে
একটুখানি দাও অবসর বসতে কাছে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar