Subhamita - Megh Balika şarkı sözleri
Sanatçı:
Subhamita
albüm: Megh Balika - Single
আকাশ যখন মেঘ জমায়
মেঘ বালিকার কল্পনায়
সেই বালিকারাই বৃষ্টি হয়ে যায়
কেন মেঘের হলো মন খারাপ
আকাশ দেবে কি সেই জবাব
সেই বালিকারা কেন ঝরে যায়
আঁচল ভরা রুপকথারা খোঁজে পরিচয়
আলোয় ভরা রাতের তারায় লেখা কবিতায়
খুঁজে পেয়েও অসাবধানে ভাঙ্গন উঁকি দেয়
সেই মেঘ বালিকাই বৃষ্টি হয়ে যায়
আকাশ যখন মেঘ জমায়
মেঘ বালিকার কল্পনায়
সেই বালিকারাই বৃষ্টি হয়ে যায়
♪
আঁধার আলোতে, অঝোর ধারাতে
মুহূর্তরা জীবন হয়ে মিশে যায়
আকাশও জানে কোনো পিছুটানে
সেই বালিকা ফিরবে না তার সীমানায়
মেঘলা দুপুর জল নূপুরের আঁকা ছবিটায়
ছেঁড়া ব্যথা জমা কথা কত না বলায়
যদি ভালোবাসা নিজেই আকাশ হতে চায়
সেই গল্পগুলো সত্যি হয়ে যায়
আকাশ যখন মেঘ জমায়
মেঘ বালিকার কল্পনায়
সেই বালিকারাই বৃষ্টি হয়ে যায়
সেই মেঘ বালিকাই বৃষ্টি হয়ে যায়
সেই গল্পগুলো সত্যি হয়ে যায়
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri