কান্না আমায় সাহস দিলো, প্রেমে সবাক হলাম
কান্না আমায় সাহস দিলো, প্রেমে সবাক হলাম
চোখের জলের স্নানে আমি আরোই যে পাক হলাম
কান্না আমায় সাহস দিলো, প্রেমে সবাক হলাম
চোখের জলের স্নানে আমি আরোই যে পাক হলাম
কান্না আমায় সাহস দিলো
♪
সে কেন উদাসীন, গেলাম এই অভিযোগ নিয়ে
সে কেন উদাসীন, গেলাম এই অভিযোগ নিয়ে
উত্তরে সে তাকালো, আর আমিও খাক হলাম
উত্তরে সে তাকালো, আর আমিও খাক হলাম
চোখের জলের স্নানে আমি আরোই যে পাক হলাম
কান্না আমায় সাহস দিলো
♪
সরাব কেনার দায়ে বেচি পানপাত্র আমার
সরাব কেনার দায়ে বেচি পানপাত্র আমার
সরাব কেনার দায়ে বেচি পানপাত্র আমার
মিটলো দুয়ের হিসেব, এবার শুদ্ধ পোশাক হলাম
মিটলো দুয়ের হিসেব, এবার শুদ্ধ পোশাক হলাম
চোখের জলের স্নানে আমি আরোই যে পাক হলাম
কান্না আমায় সাহস দিলো
♪
এ কোন রঙে তুললে তুমি আজ আসাদের লাশ
এ কোন রঙে তুললে তুমি আজ আসাদের লাশ
শত্রুদেরও দুঃখী দেখে আমি অবাক হলাম
শত্রুদেরও দুঃখী দেখে আমি অবাক হলাম
চোখের জলের স্নানে আমি আরোই যে পাক হলাম
কান্না আমায় সাহস দিলো, প্রেমে সবাক হলাম
চোখের জলের স্নানে আমি আরোই যে পাক হলাম
কান্না আমায় সাহস দিলো
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri