সাঁঝের বেলা শুনি যখন ঝিঁঝিঁ পোকার গান আমি দুচোখ বুজে বলতে পারি, "এই তো বাংলাদেশ" আমি দুচোখ বুজে বলতে পারি, "এই তো বাংলাদেশ" রূপের যার নাই কো শেষ এই তো প্রিয় জন্মস্থান, এই তো বাংলাদেশ আমার এই তো বাংলাদেশ ♪ আঁধার রাতে জ্বলে-নেভে জোনাকির আলো যখন আমার হৃদয়পটে ওঠে ভেসে বাংলাদেশের ছবিটি তখন আঁধার রাতে জ্বলে-নেভে জোনাকির আলো যখন আমার হৃদয়পটে ওঠে ভেসে বাংলাদেশের ছবিটি তখন যে ছবি দেখে জুড়ায় দুচোখ যে ছবি দেখে জুড়ায় দুচোখ, ভরে আমার মন প্রাণ এই তো প্রিয় জন্মস্থান, এই তো বাংলাদেশ আমার এই তো বাংলাদেশ ♪ নদীর জলে রঙিন পালে বাইতে দেখি নৌকা যখন আমার অক্ষিকোণে ওঠে দুলে বাংলার মায়ের রূপটি তখন নদীর জলে রঙিন পালে বাইতে দেখি নৌকা যখন আমার অক্ষিকোণে ওঠে দুলে বাংলার মায়ের রূপটি তখন যে রূপ দেখে বাড়ায় সুখ, যে রূপ দেখে বাড়ায় সুখ ধরে কণ্ঠ ভাটিয়ালি গান এই তো প্রিয় জন্মস্থান, এই তো বাংলাদেশ আমার এই তো বাংলাদেশ সাঁঝের বেলা শুনি যখন ঝিঁঝিঁ পোকার গান আমি দুচোখ বুজে বলতে পারি, "এই তো বাংলাদেশ" আমি দুচোখ বুজে বলতে পারি, "এই তো বাংলাদেশ" রূপের যার নাই কো শেষ এই তো প্রিয় জন্মস্থান, এই তো বাংলাদেশ আমার এই তো বাংলাদেশ