একদিন...
ডায়েরির পাতা থেকে,
বের হবে শুকনো গোলাপ।
সৌরভ থাকবে না,
জমাট বাঁধবে বুকে মন খারাপ।
একদিন...
ডায়েরির পাতা থেকে
বের হবে শুকনো গোলাপ ।
সৌরভ থাকবে না,
জমাট বাঁধবে বুকে মন খারাপ।
লুকিয়ে পড়বে তুমি
পুরনো চিঠিগুলো,
আঁকবে চুমু নীরবে।
বেড়ে যাবে অভিমান,
যখন সব স্মৃতি,
সামনে এসে দাঁড়াবে।
দীর্ঘশ্বাস গুলো ছুটবে দিক-বিদিক,
আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক,
আমি তোমার গুছিয়ে রাখা প্রেমিক।
একদিন...
পরিচিত চেনা চোখে,
অভিনয় হাসি মুখে,
ভালো থাকার অভিযোগ চলমান।
স্বপ্নরা চাপা থাকে,
ধুলোমাখা প্রিয় তাকে,
খোলা চুলে কানে বাজে,
প্রিয় গান।
চুপচাপ মেনে নিয়ে,
সব দোষ মেখে গায়ে,
একা একা পুড়ে যাওয়া আগুনে।
জোছনার রাত দেখা,
অদৃশ্য মায়া শেখা,
হাহাকার জমে আছে দু'মনে।
যা হবার হয়ে গেছে,
ভেবোনা ঠিক-বেঠিক।
আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক,
আমি তোমার গুছিয়ে রাখা প্রেমিক।
একদিন...
ডায়েরির পাতা থেকে,
বের হবে শুকনো গোলাপ.
সৌরভ থাকবে না,
জমাট বাঁধবে বুকে,
মন খারাপ।
লুকিয়ে পড়বে তুমি,
পুরনো চিঠিগুলো,
আঁকবে চুমু নীরবে।
বেড়ে যাবে অভিমান,
যখন সব স্মৃতি,
সামনে এসে দাঁড়াবে।
দীর্ঘশ্বাস গুলো ছুটবে দিক-বিদিক,
আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক,
আমি তোমার গুছিয়ে রাখা প্রেমিক।
আমি তোমার লুকিয়ে রাখা প্রেমিক,
আমি তোমার গুছিয়ে রাখা প্রেমিক।
Поcмотреть все песни артиста