Kishore Kumar Hits

Pijush Das - Take Bole Diyo şarkı sözleri

Sanatçı: Pijush Das

albüm: Take Bole Diyo


তাকে বলে দিও
যেনো আটকে না থাকে আর আমার অভ্যাসে
আর বলে দিও তাকে চাইনা আমার পাশে
তাকে বলে দিও
যখন আজও বৃষ্টি খুঁজেছি মেঘলা আকাশে
আমি একবারও তাকে চাইনি আমার পাশে
আমি থাকতে চাই নিয়ে একলা মন
আর একলা দেশ
তবু সান্ত্বনা আমি চাইছিনা পেতে আর
আমি রাখতে চাই
ভালো থাকতে চাই নিজে একলা বেশ
আমি ফিরতি পথ ধরে চাইছিনা যেতে আর
বলে দিও, বলে দিও
বলে দিও তুমি তাকে
বলে দিও, বলে দিও
বলে দিও তুমি তাকে
বলে দিও, বলে দিও
বলে দিও তুমি তাকে
বলে দিও, বলে দিও
বলে দিও তুমি তাকে
বলে দিও

তার যে কটা গান
তোলা ছিল আমার নামে
আজও তাই গেয়ে সন্ধ্যে হয় রাত নামে
জানি, সে আমাকে চায়নি
তার কোনো গান ভোলা যায়নি
আমার সঙ্গে থাক
এই নিভতে থাকা দিনের আলো
আর রং মেশাক এই অসহায় বুকে
তাকে বলে দিও
আমি নিজেকে লুকিয়ে আজও তাকেই ভালোবাসি
আমি নিজেকে আজও খুঁজেছি তার সুরে
তাকে বলে দিও
যখন অর্ধমৃত মনের শরীর ছুঁয়ে আসি
খুব লজ্জা পাই তাই থমকে গিয়েছি দূরে
আমি হাত বাড়াই
তবু সামলে যাই, বলি নিজেকে
আমি সান্ত্বনায় পেতে চাইছি না কিছু আর
আমায় আজীবন এই দিনযাপন যদি যায় ডেকে
একা বাঁচবো তাই ফিরে চাইবো না পিছু আর
বলে দিও, বলে দিও
বলে দিও তুমি তাকে
বলে দিও, বলে দিও
বলে দিও তুমি তাকে
বলে দিও, বলে দিও
বলে দিও তুমি তাকে
বলে দিও, বলে দিও
বলে দিও তুমি তাকে
বলে দিও
তাকে বলে দিও

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar