বলেছিলে সাথে তুমি থাকবে আমার শেষ বেলায় হেরে গিয়ে পালিয়ে গেলে সাড়া গায়ে স্মৃতি এঁকে আমাকে আবার স্মৃতি ভুলে "সুখে থেকো" জানিয়ে গেলে ঝরে গেল দুই ডানা, পাখিগুলো উড়লো না প্রাণ নেই, সেই কথা শুধু নিঃশ্বাস ভুললো না নিজেকে একলা পেয়ে কতবার বুঝিয়েছি অবুঝ এ মন তবু তোমায় ভুললো না তুমি বলেছিলে ব্যথার মিছিলে একা একা দাড়িয়ে থাকতে নেই নিভে গেলে কথা, নিয়ে নীরবতা দুই হাত বাড়িয়ে রাখতে নেই তাই তোমার কথা মতো আমার চলার পথে তোমার নামের যত গল্প মুছছি রোজ মন ভাঙার সুরে ভীষণ রাত দুপুরে একটু একটু করে তোমায় ভুলছি, তোমায় ভুলছি রোজ ♪ তোমার ভীষণ কাছের ছিলো আমার ভ্রমর গান ঘুম না এলে তাই শোনাতাম রাতে রক্তনীলের কোন অপরূপ নেশার স্নান করলে বলো ভিজবো তোমার সাথে ♪ তোমার ভীষণ কাছের ছিলো আমার ভ্রমর গান ঘুম না এলে তাই শোনাতাম রাতে রক্তনীলের কোন অপরূপ নেশার স্নান করলে বলো পাবো তোমায় সাথে দূরে থাকো যেতে পারলে না স্মৃতি ভুলে তাও নূতনেই ভালো আছো "বিদায় অতীত" বলে বেরিয়ে পড়েছো অজানার অভিযানে স্বীকার করি না মুখে, হেরেছি জানি দু'জনে তুমি বলেছিলে ব্যথাদের ভুলে খুশিদের নিয়ে যেতে এগিয়ে নিভে গেলে কথা, নিয়ে নীরবতা দুই হাত বাড়িয়ে রাখতে নেই তাই তোমার কথা মতো আমার চলার পথে তোমার নামের যত গল্প মুছছি রোজ মন ভাঙার সুরে ভীষণ রাত দুপুরে একটু একটু করে তোমায় ভুলছি রোজ তোমার কথা মতো আমার চলার পথে তোমার নামের যত গল্প মুছছি রোজ মন ভাঙার সুরে ভীষণ রাত দুপুরে একটু একটু করে তোমায় ভুলছি, তোমায় ভুলছি রোজ