আবার ভাসবো চল তোর উজান-সাম্পানে আবার মিলবে সুর তোর গানে ওরে ও পরানমাঝি তোর সাথে ডুবতে রাজি দলছুট হবো আবার তোরই টানে ভিনদেশি হাওয়া পথ ভুলে ছুটে আসে তোর মাস্তুলে দলছুট হবো আবার তোরই টানে ♪ আবার একলা মন রূপকথার মেঘপাতায় আবার ফিরতে চায় গানের খাতায় আবার ঘুমভাঙানো রাত-ভোর একটা বৃষ্টির খবর লিখবে, থাকে আশায় আমার মন ওরে ও পরানমাঝি তোর সাথে ডুবতে রাজি দলছুট হবো আবার তোরই টানে ♪ আবার পথ ভুলি তোর চিঠির খাম খুলি আবার মনে হয় তোকেই বলি স্বপ্নের রংবেরং আবেগ অকারণে এ মন পোড়ে আবার ঘর পালাই তোরই টানে ওরে ও পরানমাঝি তোর সাথে ডুবতে রাজি দলছুট হবো আবার তোরই টানে ওরে ও পরানমাঝি তোর সাথে ডুবতে রাজি দলছুট হবো আবার তোরই টানে দলছুট হবো আবার তোরই টানে দলছুট হবো আবার তোরই টানে