মেঘ পাখি, ঝরা পাতা এলোমেলো হাওয়া তোর চোখ জুড়ে স্বপ্ন আর সহস্র চাওয়া তোর ঠোঁটে চাপা হাসি আর চোখে চাপা জল সব খুব মনে পড়ে কেমন আছিস, বল ♪ আজ অনেক দিন পর ফের দেখা হলো তোর সাথে সেই শেষ দেখা মনে আছে বছরের শেষ রাতে তুই ছিলি, আমি ছিলাম আর ছিলো অনেক ভিড় তবু একলা রাত খুঁজে নিয়ে হয়েছিলাম নিবিড় তারপর সব রাত স্বপ্ন হারিয়ে জেগেছি একা একা, ছায়াপথ ছাড়িয়ে তারপর সব রাত স্বপ্ন হারিয়ে জেগেছি একা একা, ছায়াপথ ছাড়িয়ে সবুজ মাঠ, নীল আকাশ, রামধনু এঁকে সব ব্যথা কুড়িয়েছি আজ হাসিমুখে সবুজ মাঠ, নীল আকাশ, রামধনু এঁকে সব ব্যথা কুড়িয়েছি আজ হাসিমুখে ♪ আমি জানি তোর এড়িয়ে যাওয়া দৃষ্টি আমাকে খোঁজে জানি অবুঝ মন বশ হয়েছে সমাজ-গন্ডি বুঝে কথা অনেক বাঁচিয়ে রাখলাম আবার বলার আশায় উড়ো চিঠি আমি ঠিক পাঠাবোই তোর ভুল কোনো ঠিকানায় সব বাধা, সব নিয়ম সব ফাঁকি দিয়ে আর সময় নেই আজ এবার যেতে হবে হারিয়ে সব বাধা, সব নিয়ম সব ফাঁকি দিয়ে আর সময় নেই আজ আবার যেতে হবে হারিয়ে