Kishore Kumar Hits

Lagnajita Chakraborty - Aaji Bijon Ghore şarkı sözleri

Sanatçı: Lagnajita Chakraborty

albüm: Rendezvous With Tagore


আজি বিজন ঘরে নিশীথ রাতে
আসবে যদি শূন্য হাতে
আমি তাইতে কি ভয় মানি জানি
জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে

চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে
কোনোমতে এখন সময় হলো
তোমার কাছে আপনাকে দিই আনি
জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে

আঁধার থাকুক দিকে দিকে আকাশ অন্ধকরা
তোমার পরশ থাকুক আমার হৃদয়ভরা
জীবনদোলায় দুলে দুলে
আপনারে ছিলেম ভুলে
এখন জীবন মরণ দু'দিক দিয়ে নেবে আমায় টানি
জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে নিশীথ রাতে
আসবে যদি শূন্য হাতে
আমি তাইতে কি ভয় মানি জানি
জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি
আজি বিজন ঘরে

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar