Kishore Kumar Hits

Lagnajita Chakraborty - Jhawro Jhawro Borishe şarkı sözleri

Sanatçı: Lagnajita Chakraborty

albüm: Jhawro Jhawro Borishe


ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা
হায় পথবাসী
হায় গতিহীন
হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা

ফিরে বায়ু হাহাস্বরে
ডাকে কারে
জনহীন অসীম প্রান্তরে
রজনী আঁধারা
হায় পথবাসী
হায় গতিহীন
হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা

অধীরা যমুনা, তরঙ্গ-আকূলা অকূলা রে
তিমিরদুকূলা রে
অধীরা যমুনা, তরঙ্গ-আকূলা অকূলা রে
তিমিরদুকূলা রে
নিবিড় নীরদ গগনে
গরগর গরজে সঘনে
নিবিড় নীরদ গগনে
গরগর গরজে সঘনে
চঞ্চলচপলা চমকে
চঞ্চলচপলা চমকে
নাহি শশীতারা
হায় পথবাসী
হায় গতিহীন
হায় গৃহহারা
ঝরঝর বরিষে বারিধারা
ঝরঝর বরিষে বারিধারা

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar