ও যে মানে না মানা ও যে মানে না মানা আঁখি ফিরাইলে বলে, না, না, না ও যে মানে না মানা যতো বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি যতো বলি নাই রাতি, মলিন হয়েছে বাতি মুখপানে চেয়ে বলে, না, না, না ও যে মানে না মানা মনে পড়ে আজ মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে আজ ♪ সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে সেই সে বিদায় ক্ষণে শপথ করিলে বন্ধু আমার রাখিবে আমারে মনে ফিরিয়া আসিবে খেলিবে আবার ফিরিয়া আসিবে খেলিবে আবার সেই পুরাতন খেলা মনে পড়ে আজ ♪ বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হা-হা ফুলের বনে আমি যত বলি, তবে এবার যে যেতে হবে দুয়ারে দাঁড়ায়ে বলে, না, না, না ও যে মানে না মানা আজও আসিলে না হায় মোর অশ্রুর লিপি বনের বিহগী দিকে দিকে লয়ে যায় তোমারে খুঁজে না পায় মোর গানের পাপিয়া ঝুরে গহন কাননে তব নাম লয়ে আজও পিয়া পিয়া সুরে গান থেমে যায় হায় ফিরে আসে পাখী বুকে বিঁধে অবহেলা মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায়ে রহিনু এপারে তুমি ওপারে ভাসালে ভেলা মনে পড়ে আজ