Ishan Mitra - Somarohe şarkı sözleri
Sanatçı:
Ishan Mitra
albüm: Somarohe - Single
সীমাহীন মনটা
ভীনদেশী ওড়ান
ঘড়ে ফেরার গান
কংসে মায়া মাখা রূপ অপরূপ পালক
জোছনায়ে স্নান
দেখেছ কি সব কলরব বে হাওয়াতে
চোখের কাজল লাল টিপ হলুদ শাড়িতে
সমারহে সমারহে সমারহে সমারহে
সমারহে সমারহে সমারহে সমারহে
♪
তোমার অগো মনে বলি কানে কানে
ফিরে দেখা যখন
রূপালী আলোকে চোখেরি পলকে
হারিয়ে ফেলেছে মন
আ আ আ আ আ
তোমার অগো মনে বলি কানে কানে
ফিরে দেখা যখন
রূপালী আলোকে চোখেরি পলকে
হারিয়ে ফেলেছে মন
মনের ঘড়ে ঘড়ে আনাগোনা বারে বারে
যেন সিঁদুর খেলারি ছোঁয়ায় জাগে শিহরণ
দেখেছ কি সব কলরব এ হাওয়াতে
চোখের কাজল লাল টিপ হলুদ শাড়িতে
সমারহে সমারহে সমারহে সমারহে
সমারহে সমারহে সমারহে সমারহে
পেয়েছো কি এই উপহার পরো বাসে
লিখে সব নাম পরিনাম ঘাসে ঘাসে
ফিরে আসাতে ভালোবাসাতে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri