Kishore Kumar Hits

Ishan Mitra - Kotota Tomar Chilo şarkı sözleri

Sanatçı: Ishan Mitra

albüm: Mon2 Pilot


কতটা তোমার ছিল, কতটা আমার
প্রাচীন শহরে গড়া যৌথ খামার
কতটা পশম ছিল আদর বোনায়
এখনো কবর তার গল্প শোনায়

পাপের শরীর এক বহতা নদী
রাতের পাখির ডাকে জাগলো যদি
কেউ তবু বসে থাকে ভেজা মোহনায়
সবকিছু ভুলে নাকি বেঁচে থাকা যায়
কতটা চাওয়ার ছিল, কতটা পাওয়ার
কলির শহর ঘোরা একলা কাহার
কিছুটা নিভে আসা চাঁদের আলো
মিথ্যে শহর তাকে বাসছে ভালো
(বাসছে ভালো)
ছায়াপথে পড়ে থাকে ছেঁড়াখোঁড়া গান
জল বেড়ে হয়ে যায় বুকের সমান
আহত সমন লেখে নিজের ভাষায়
নাবিকের মৃতদেহ নদীতে ভাসায়
কতটা চাওয়ার ছিল, কতটা পাওয়ার
কলির শহর ঘোরা একলা কাহার
কতটা পশম ছিল আদর বোনায়
এখনো কবর তার গল্প শোনায়

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar