রোদের ঝলকে, পাখির পালকে মুছে গেল বৃষ্টির দাগ রোদের আদরে, মেঘের চাদরে ছেয়ে গেল বুঝি অনুরাগ ছিল মেঘলা মেঘলা দিন, একলা একলা দিন দেখা দিলো খুশি ঝিলমিল ছিল মেঘলা মেঘলা দিন, একলা একলা দিন দেখা দিলো খুশি ঝিলমিল ♪ গাছে গাছে ভিজে পাতা খুঁজে পেলো নতুন সবুজ গাছে গাছে ভিজে পাতা খুঁজে পেলো নতুন সবুজ এখনো ছিটেফোঁটা কান্নায় বুঝি মন তার রয়েছে অবুঝ ছিল মেঘলা মেঘলা দিন, একলা একলা দিন দেখা দিলো খুশি ঝিলমিল ছিল মেঘলা মেঘলা দিন, একলা একলা দিন দেখা দিলো খুশি ঝিলমিল ♪ কাছে দূরে ভিজে মাটি মেখে নিলো গায়ে রোদ্দুর কাছে দূরে ভিজে মাটি মেখে নিলো গায়ে রোদ্দুর এখনো পিচকালো রাস্তায় যেন থেমে আছে বৃষ্টির সুর এলো অন্য অন্য দিন, খুশি অন্তহীন স্বপ্ন চোখে করে ঝিলমিল এলো অন্য অন্য দিন, খুশি অন্তহীন স্বপ্ন চোখে করে ঝিলমিল রোদের আদরে, মেঘের চাদরে ছেয়ে গেল বুঝি অনুরাগ ছিল মেঘলা মেঘলা দিন, একলা একলা দিন দেখা দিলো খুশি ঝিলমিল ছিল মেঘলা মেঘলা দিন, একলা একলা দিন দেখা দিলো খুশি ঝিলমিল