তুমি আমার কণ্ঠে গেয়ো, মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে তুমি আমার কণ্ঠে গেয়ো, মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে বিশ্বরূপে রঞ্জিত হয়ে থেকো আমার কণ্ঠে গাওয়া গানে আমার কণ্ঠে গেয়ো, মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে ♪ আমার সঙ্গীতে ভগবতী দাও হে সুরের সম্মতি আমার সঙ্গীতে ভগবতী দাও হে সুরের সম্মতি আমার ঘরে জানি শোভিত বীণাপাণি মা আমার সরস্বতী আমার কণ্ঠে গেয়ো, মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে ♪ মাগো, তোমারই প্রেরণা-জ্ঞান-চেতনা মন-হৃদয়ে করুক প্রবেশ নৈপুণ্য আমার অঞ্জলি হোক সাধনাতে করি মনোনিবেশ মাগো, তোমারই প্রেরণা-জ্ঞান-চেতনা মন-হৃদয়ে করুক প্রবেশ নৈপুণ্য আমার অঞ্জলি হোক সাধনাতে করি মনোনিবেশ আমার সঙ্গীতে ভগবতী দাও হে সুরের সম্মতি আমার ঘরে জানি শোভিত বীণাপাণি মা আমার সরস্বতী আমার কণ্ঠে গেয়ো, মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে তুমি আমার কণ্ঠে গেয়ো মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে আমার কণ্ঠে গেয়ো মা আর সুর ঢেলে দিয়ো এই প্রাণে