এতদিন পরে দেখা, মনের পাতায় চোখের লেখা এতদিন পরে দেখা, মনের পাতায় চোখের লেখা এতদিন পরে দেখা, মনের পাতায় চোখের লেখা কেমন আছিস শুনবো না শুনবো আজও আমার কথা ভাবিস কি না রাতদুপুরে চুপিসারে আমার ছবি দেখিস কি না না, না, না, রাতের তারা গুনবো না বলবো আজও তোরই কথা ভেবেই চলি মনদেয়ালে দু'চোখ এঁকে তোরই সঙ্গে কথা বলি এতদিন পরে দেখা, মনের পাতায় চোখের লেখা ♪ কলেজ-প্রেমের চিঠি প্রথম হলুদ খামে ভাঁজ খুললেই স্মৃতির মেঘে বৃষ্টি নামে কলেজ-প্রেমের চিঠি প্রথম হলুদ খামে ভাঁজ খুললেই স্মৃতির মেঘে বৃষ্টি নামে তোকে ভেবে হৃদয়-ঝড়েও সামলে থাকি আঁধার রাতে মিলন ঠোঁটে জোছনা আঁকি ভুলে থাকা হয়নি শেখা এতদিন পরে দেখা, মনের পাতায় চোখের লেখা ♪ কৃষ্ণচূড়ার গোধূলিতে লাল শাড়িতে আবছা পথে পাশাপাশি তোর গাড়িতে কৃষ্ণচূড়ার গোধূলিতে লাল শাড়িতে আবছা পথে পাশাপাশি তোর গাড়িতে হারিয়ে যাই তোর গলার কোকিল টানে ভালোবাসি বললি হঠাৎ কানে কানে প্রেম-আকাশে রঙিন রেখা এতদিন পরে দেখা, মনের পাতায় চোখের লেখা এতদিন পরে দেখা, মনের পাতায় চোখের লেখা এতদিন পরে দেখা, মনের পাতায় চোখের লেখা কেমন আছিস শুনবো না শুনবো আজও আমার কথা ভাবিস কি না রাতদুপুরে চুপিসারে আমার ছবি দেখিস কি না না, না, না, রাতের তারা গুনবো না বলবো আজও তোরই কথা ভেবেই চলি মনদেয়ালে দু'চোখ এঁকে তোরই সঙ্গে কথা বলি