এ কোন জীবন, বিবাগী মন ছিঁড়ে বাঁধন শুধু অকারণ কাঁপছে বুক, ফ্যাকাসে মুখ, এ কোন বিষাদ করে জ্বালাতন এ কোন জীবন, বিবাগী মন ছিঁড়ে বাঁধন শুধু অকারণ কাঁপছে বুক, ফ্যাকাসে মুখ, এ কোন বিষাদ করে জ্বালাতন নীরবে পুড়ে যায় যত অভিমান খুঁজে পেতে চায় একলা গাওয়া গান নীরবে পুড়ে যায় যত অভিমান খুঁজে পেতে চায় একলা গাওয়া গান শহরের আলোপথে হারিয়ে যাই চুপিসারে সাবধানে খুঁজে বেড়াই অকারণ শুধু অকারণ ♪ এ কোন টানে সরল মনে প্রদীপ জ্বেলে কপাল ছুঁয়ে থাকো গভীর রাতে দু'ঠোঁট মাঝে ভিজিয়ে দাও, পাশে শুয়ে থাকো এ কোন টানে সরল মনে প্রদীপ জ্বেলে কপাল ছুঁয়ে থাকো গভীর রাতে দু'ঠোঁট মাঝে ভিজিয়ে দাও, পাশে শুয়ে থাকো নীরবে পুড়ে যায় যত অভিমান খুঁজে পেতে চায় একলা গাওয়া গান বিকেলের রোদে পাবে জলছবি দীঘি ভরে যাবে জলে আমি ভাবি বিকেলের রোদে পাবে জলছবি দীঘি ভরে যাবে জলে আমি ভাবি শুধু অকারণ শুধু অকারণ ♪ অকারণ, অকারণ, শুধু অকারণ অকারণ, অকারণ, শুধু অকারণ ♪ শুধু অকারণ অকারণ, অকারণ, শুধু অকারণ শুধু অকারণ