বসন্ত বহিলো, সখী
বসন্ত বহিলো, সখী, কোকিলা ডাকিলো রে
বসন্ত বহিলো, সখী, কোকিলা ডাকিলো রে
এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে
এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে
বসন্ত বহিলো, সখী, কোকিলা ডাকিলো রে
বসন্ত বহিলো, সখী, কোকিলা ডাকিলো রে
এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে
(এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে)
♪
বাঁশের বাঁশরি, সখী, সরল কাঠের বাঁশি রে
বাঁশের বাঁশরি, সখী, সরল কাঠের বাঁশি রে
বিনা ফুঁকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে
(বিনা ফুঁকে বাজে বাঁশি, বলে রাধা রাধা রে)
♪
ভাদর মাসে কাঁসি ফুটে আর ঝিঙা ফুল রে
ভাদর মাসে কাঁসি ফুটে আর ঝিঙা ফুল রে
আইলো রে করমা পরব, কার সঙে লাচিবো রে?
আইলো রে করমা পরব, কার সঙে লাচিবো রে?
কার সঙে লাচিবো, সখী? শাড়ি-শাঁখা নাই রে
(আইলো রে করমা পরব, কার সঙে নাচিবো রে?)
♪
আশ্বিন মাসে দুগ্গা পূজা, সবাই বিন্ধে নতুন ঘর
আশ্বিন মাসে দুগ্গা পূজা, সবাই বিন্ধে নতুন ঘর
এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো গো
পুষ মাসে পুষ পরব নতুন খাতে হবে গো
(পুষ মাসে পুষ পরব নতুন খাতে হবে গো)
ফাগুন মাসে চিমড় ফুল বাতাসেতে উড়ে গো
(ফাগুন মাসে চিমড় ফুল বাতাসেতে উড়ে গো)
কার সঙ্গে নাচিবো বলো, বঁধু আমার নাই রে
কার সঙ্গে নাচিবো বলো, বঁধু আমার নাই রে
কত পরব ভাইড়াইং গেল, কার সঙ্গে নাচিবো রে?
(কত পরব ভাইড়াইং গেল, কার সঙ্গে নাচিবো রে?)
বসন্ত বহিলো, সখী, কোকিলা ডাকিলো রে
(বসন্ত বহিলো, সখী, কোকিলা ডাকিলো রে)
এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে
(এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে)
এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে
(এমন সময় প্রিয় সখা বিদেশে রহিলো রে)
Поcмотреть все песни артиста