Mekhla Dasgupta - Kalo Jole şarkı sözleri
Sanatçı:
Mekhla Dasgupta
albüm: Kalo Jole
মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা
আরে, যতন করে বাঁধলি মাথা, তাও তো বাঁকা সিঁথা
মেদিনীপুরের আয়না চিরন, বাঁকুড়ার ওই ফিতা
আরে, যতন করে বাঁধলি মাথা, তাও তো বাঁকা সিঁথা
পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার
পেছপারিয়া রাজকুমারী, গলায় চন্দ্রহার
দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার
দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার
♪
কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন
আজ চাইর আনা, কাইল চাইর আনা পাই যে দরশন
লদীধারে চাষে বধূ, মিছাই করো আশ
ঝিরিহিরি বাঁকা লদী বইছে ১২ মাস
কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন
আজ চাইর আনা, কাইল চাইর আনা পাই যে দরশন
লদীধারে চাষে বধূ, মিছাই করো আশ
ঝিরিহিরি বাঁকা লদী বইছে ১২ মাস
ঝিরিহিরি বাঁকা লদী বইছে ১২ মাস
♪
চিংড়ি মাছের ভিতর ফাড়া, তাই ঢেলেছি ঘি
লিজের হাতে ভাব ছেড়েছি, ভাবলে হবে কী?
আরে, চিংড়ি মাছের ভিতর ফাড়া, তাই ঢেলেছি ঘি
আরে, নিজের হাতে ভাব ছেড়েছি, ভাবলে হবে কী?
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়
দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সামায়
আরে, দেখি শ্যামের বিবেচনা কার ঘরে সামায়
কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন
আজ চাইর আনা, কাইল চাইর আনা পাই যে দরশন
লদীধারে চাষে বধূ, মিছাই করো আশ
ঝিরিহিরি বাঁকা লদী বইছে ১২ মাস
ঝিরিহিরি বাঁকা লদী বইছে ১২ মাস
ঝিরিহিরি বাঁকা লদী বইছে ১২ মাস
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri