Arindom - Kothin - Cover şarkı sözleri
Sanatçı:
Arindom
albüm: Kothin - Cover
এক চিলেকোঠায় তোমায় দেখেছিলাম
ঝুল বারান্দাটায় কত ভুলচুক এঁকেছিলাম
এক চিলেকোঠায় তোমায় দেখেছিলাম
ঝুল বারান্দাটায় কত ভুলচুক এঁকেছিলাম
পড়েছি সোজা মনে, গলেছি কোন আগুনে
চলেছি সুরে সুরে তোমার আমার অন্তহীন
♪
কঠিন তোমাকে ছাড়া একদিন
কাটানো একরাত, বাড়াও দু'হাত
হয়ে যাও আজ বাধাবিহীন
বলো, কবিতা হয়ে চলো
বাগানে দাবানল, জমানো জল
ছড়ায় যেমন ঠিকানাহীন
ও, চেয়েছি যতবারই হয়েছে ছাড়াছাড়ি
মরেছি ততবারই, এসেছে এক বেদনা দিন
কঠিন তোমাকে ছাড়া একদিন
♪
কম হলেও হোক আমাদের দেখাশোনা
সেই চোরা চমক, ছাপোষা ও আনমনা
কম হলেও হোক আমাদের দেখাশোনা
সেই চোরা চমক, ছাপোষা ও আনমনা
ও, চেয়েছি যতবারই হয়েছে ছাড়াছাড়ি
মরেছি ততবারই, এসেছে এক বেদনা দিন
কঠিন তোমাকে ছাড়া একদিন
কাটানো একরাত, বাড়াও দু'হাত
হয়ে যাও আজ বাধাবিহীন
বলো, কবিতা হয়ে চলো
বাগানে দাবানল, জমানো জল
ছড়ায় যেমন ঠিকানাহীন
ও, চেয়েছি যতবারই হয়েছে ছাড়াছাড়ি
মরেছি ততবারই, এসেছে এক বেদনা দিন
কঠিন তোমাকে ছাড়া একদিন
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri