Kishore Kumar Hits

Pratik Kundu - Just Songey Thak şarkı sözleri

Sanatçı: Pratik Kundu

albüm: Just Songey Thak


চাইলি তুই, গাইলি গান, তোকেই শোনাবো
হাত ধরে রাত ভোরে শহর ঘোরাবো
জানিস আমার বেসামাল হয়ে গেছে মন
এই সময় তুই আমার ভীষণ প্রয়োজন
এই মনের অবস্থা আর কী বলি
দিতে চায় on point-এ অঞ্জলি
বারেবার ছুটে চলে যায় তোর গলির দিকে
কোনো কথা মানে না
তোর সাথে অনেকটা পথ চলতে চাই
Then কানে কানে "ভালোবাসি" বলতে চাই
শুধু আবদার একটাই, যা কিছুই হয়ে যাক
Just সঙ্গে থাক, সব যন্ত্রণা কমে যাবে
সঙ্গে থাক, এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক, সঙ্গে থাক আজ আমার
Just সঙ্গে থাক, মাঝরাতে কথা বলা যাবে
সঙ্গে থাক, এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক, সঙ্গে থাক আজ আমার
সঙ্গে থাক

ডাকনামেরা কপালে থাকে না সবার
কথারা ফুরিয়ে গেলে থেকে যায় স্মৃতিরা হাজার
এসবের মানে তারাই তো জানে আজকাল
নিজেদের ঠিক ভুলে ভালো ছিল যারা গতকাল
কাঠবেড়ালিরা Cadbury-তেই খুশি
গালগুলো দেখো, পুরো যেন ফুলটুসি
আর হাবভাব রংচঙে রূপসীর মতো, নাগাল পাওয়া দায়
পুজো আসছে, এটাই তো ভালোলাগা
এসে গেলে দশমীর পথ চেয়ে থাকা
তাই আবদার একটাই, যা কিছুই হয়ে যাক
Just সঙ্গে থাক, সব যন্ত্রণা কমে যাবে
সঙ্গে থাক, এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক, সঙ্গে থাক আজ আমার
Just সঙ্গে থাক, মাঝরাতে কথা বলা যাবে
সঙ্গে থাক, এইবার পুজো জমে যাবে
সঙ্গে থাক, সঙ্গে থাক আজ আমার

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar