চুপ করে বসে ঘরের কোণে আনমনে তোমার টেলিফোনে হারিয়ে যাওয়া রূপকথারই দেশে তবে বাস্তবেতেই ফিরে আসা শেষে এলোমেলো এই কোন ঝড় এলো এক রাতে ভেঙ্গেচুরে গেল স্বপ্নের ঘর আমি ব্যস্ত সাজাতে স্বপ্নের main road, footpath তোমার হাতে আমার হাত নেশাতুর রাত শেষে ঘরে ফেরা নিয়ে শূন্য হাত নিয়ে শূন্য হাত নিয়ে শূন্য হাত নিয়ে শূন্য হাত নিয়ে শূন্য হাত নিয়ে শূন্য হাত নিয়ে শূন্য হাত হাসিমুখে কান্নাকে লুকিয়ে তোর গলিতেই বারে বারে গিয়ে দুমড়ে মুচড়ে স্বপ্নগুলো খোঁজা তবে সব শেষে নিজেকেই ভুল বোঝা আর দেরী নেই, উঠবে সূর্য এ মন বোঝে না এদিক ওদিক আমার দু'চোখ তোকে ছাড়া কিছু খোঁজে না আজও রয়েছে খালি footpath নেই তোর হাতে আমার হাত নেশাতুর রাত শেষে ঘরে ফেরা নিয়ে শূন্য হাত নিয়ে শূন্য হাত নিয়ে শূন্য হাত নিয়ে শূন্য হাত নিয়ে শূন্য হাত নিয়ে শূন্য হাত