বর্ষা গেল শরৎ এল এল মা দূগ্গা এল খুশির হাওয়ায় ঝকঝকে আকাশ হিমের পরশ দূব্বা ঘাসে কাশফুল হাওয়ায় নাচে শিউলি ফুলও ছড়ায় সুবাস আড্ডা প্রেমে নবমীতে Selfi তোলার রল হারিয়ে যাওয়া অনেক দূরে আমার সাথে চল পূজো পূজো গন্ধ এল খুশি সবার মন এল এল মা দূগ্গা এল মনে উচাটন পূজো পূজো গন্ধ এল খুশি সবার মন এল এল মা দূগ্গা এল হুল্লোর সারাক্ষণ ♪ বাজলো ভোরের চেনা সুরে মহালয়া গান ঘরে ঘরে (মহালয়া গান ঘরে ঘরে) মা এসেছেন বছর পরে দোলায় আগমন (দোলায় আগমন) ঢাক বাজা কাঁসর বাজা উলু দে আন বরণডালা নীল আগুনের পরশ মেখে শরৎ করে স্নান নতুন রঙে সেজে নেওয়ার এল শুভক্ষন আকাশ তলে সাগর জলে ভাসবো সারাক্ষণ আলোর মেলা চারিপাশে ঝুমছে খুশির দোল হারিয়ে যাওয়া অনেক দূরে আমার সাথে চল পূজো পূজো গন্ধ এল খুশি সবার মন এল এল মা দূগ্গা এল মনে উচাটন পূজো পূজো গন্ধ এল খুশি সবার মন এল এল মা দূগ্গা এল হুল্লোর সারাক্ষণ... (জয় মা দূর্গা জয় মা দূর্গা জয় মা দূর্গা বলো দূর্গতিনাশীনি জয় মা দূর্গা জয় মা দূর্গা জয় মা দূর্গা বলো দূর্গতিনাশীনি জয় মা দূর্গা জয় মা দূর্গা জয় মা দূর্গা বলো দূর্গতিনাশীনি জয় মা দূর্গা জয় মা দূর্গা জয় মা দূর্গা বলো দূর্গতিনাশীনি)