আজ বিরহের যন্ত্রণায় দু'চোখ ভেসে যায়
আজ পথে ফেলে আমায় কি সুখ তুমি পেলে হায়
আজ বিরহের যন্ত্রণায় দু'চোখ ভেসে যায়
আজ পথে ফেলে আমায় কি সুখ তুমি পেলে হায়
কি দোষ করেছি, কি ভুল করেছি, জানি না আমি
একা এ পথে ফেলে আমাকে চলে গেলে তুমি
আর কত কষ্ট দেবে বলো তুমি আমাকে
আর কত দুঃখ দেবে বলো তুমি আমাকে
বেদনায় জড়াবে কত বলো আমাকে
ছলনায় মোড়াবে কত বলো আমাকে
♪
ফেলে আসা স্মৃতিগুলো আজ ব্যথা দিয়ে যায়
মন খোঁজে আজও তোমায় সেই গভীর যন্ত্রণায়
আজও শূন্য পড়ে রয় এই একলা ঘর আমার
জানি না কোথায় গেলে খুঁজে তোমায় পাওয়া যায়
কি দোষ করেছি, কি ভুল করেছি, জানি না আমি
একা এ পথে আমায় এভাবে ফেলে গেলে তুমি
আর কত কষ্ট দেবে বলো তুমি আমাকে
আর কত দুঃখ দেবে বলো তুমি আমাকে
বেদনায় জড়াবে কত বলো আমাকে
ছলনায় মোড়াবে কত বলো আমাকে
আর কত কষ্ট দেবে বলো তুমি আমাকে
আর কত দুঃখ দেবে বলো তুমি আমাকে
বেদনায় জড়াবে কত বলো আমাকে
ছলনায় মোড়াবে কত বলো আমাকে
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri