She is no more
তোমরা report-গুলা নিয়ে ভিতরে এসো
এখানে বেশিক্ষণ দাড়িয়ে থেকো না
তুমি যে ডুবেছ অন্ধকারে
আলোর নেশায় মত্ত হয়ে
হেসে ওঠে যত রক্ত লোলুপ
ভেঙে পরে সংসার
তোমার আগুনে পুড়ছে দেখো
লাশের ভিড়েতে নিজেকে হারাও
তোমার খুশিতে মেতে থাকা মন
আজ ধূধূ প্রান্তর
মনের কাঁটাতার
পেরিয়ে ছদ্মবেশী সেজে
ভেঙে কারাগার
ছুটে বেড়াই মৃত দেহের দেশেতে
পোড়া দেওয়ালের ধুলো পড়া ছবি
সাদা কালো স্মৃতি বাঁধা পড়ে তাতে
ফেলে আসা যত খুশি ভরা দিন
ক্ষত হয়ে বুকে বেঁধে
পোড়া দেওয়ালের ধুলো পড়া ছবি
সাদা কালো স্মৃতি বাঁধা পড়ে তাতে
ফেলে আসা যত খুশি ভরা দিন
ক্ষত হয়ে বুকে বেঁধে
মনের কাঁটাতার
পেরিয়ে ছদ্মবেশী সেজে
ভেঙে কারাগার
ছুটে বেড়াই মৃত দেহের দেশেতে
হে... হুয়া... আ
Поcмотреть все песни артиста
Sanatçının diğer albümleri