Kishore Kumar Hits

Pratik Kundu - Ami Je Erokomi şarkı sözleri

Sanatçı: Pratik Kundu

albüm: Ami Je Erokomi


এই ভালো, এই খারাপ, আমি যে এরকমই
বলে রাখি আগে থেকেই, আমি যে এরকমই
এই ভালো, এই খারাপ, আমি যে এরকমই
বলে রাখি আগে থেকেই, আমি যে এরকমই
আমি কেমন আমি নিজেই জানি (জানি)
ভেবো না তাই বদলে যাবো কারোর কথায় আমি
আমি কেমন আমি নিজেই জানি (জানি)
ভেবো না তাই বদলে যাবো কারোর কথায় আমি
যেমন আছি, সেরা আছি, আমি যে এরকমই
বলে রাখি আগে থেকেই, আমি যে এরকমই
আমি, আমি এরকমই
আমি, আমি এরকমই
আমি এরকমই
আমি, আমি এরকমই
আমি, আমি এরকমই
আমি, আমি এরকমই
হ্যাঁ, আমি এরকমই, এই ভালো, এই খারাপ
আমি একই থাকি, পৃথিবীটা বদলে যাক
ভালো-খারাপ সবই একসাথে সঙ্গে থাক
কিছু হুল্লোড়, আর কিছু মনখারাপ
অন্য কেউ আমায় বিচার করার কে
আগে তো নিজেকে দেখো, আমায় বলছো যে
আমার যেটুকু ভালো, চোখেই পড়ে না যার
উত্থান পতনের কতটা দেখেছে সে
আমায় বিচার করে কাটছে যাদের দিন
তাদেরকে বলে রাখি, এই কথা জেনে নিন
আমার জীবনে কী করবো, কী করবো না
নিজের মতন করে আমাকে বুঝতে দিন
এখানে আচার-বিচার কিংবা কর্ম নয়
বর্ণ-পোশাক দিয়ে মানুষ বিচার হয়
সমাজ কী ভাববে, মানুষ কী ভাববে
এই একই রোগে দেখো সবাই শিকার হয়
যতই বলি নিজেকে, আসে বা যায় না কিছু
তবুও কোথাও গিয়ে এগুলোই টানে পিছু
জানি না এদের মাথা কীভাবে যে কাজ করে
সারাদিন বসে বসে মানুষকে judge করে
পরিস্থিতির দায়, হঠাৎ নির্দ্বিধায়
মানিয়ে নিতে আমি পারবো না
যদি ভালোই বাসতে হয়, এই ভাবেই বেসো
পাল্টে যেতে আমি পারবো না

যারা কারো ভালো মানতে পারে না (মানতে পারে না, মানতে পারে না)
হিংসা কমিয়ে চেষ্টা করে না
তাদের বিচারে আমি ভালো নই (আমি ভালো নই)
তারা কাউকে দু'চোখে দেখতে পারে না
শোনো, যে যেরকম, সে সেরকমই ভালো
দেখো কীভাবে সে আহ্লাদ মেটালো
সত্যিটা মানা কি খুব কঠিন?
ঠিক-ভুলে মিলেমিশে আমি যে এরকমই
মেনে নিও আমাকে তাই, আমি যে এরকমই
এই ভালো, এই খারাপ, আমি যে এরকমই
বলে রাখি আগে থেকেই, আমি এরকমই
আমি, আমি এরকমই (আমি এরকমই)
আমি, আমি এরকমই (হ্যাঁ, আমি এরকমই)
আমি এরকমই
আমি, আমি এরকমই (পরিস্থিতির দায়, হঠাৎ নির্দ্বিধায়)
আমি, আমি এরকমই (মানিয়ে নিতে আমি পারবো না)
আমি (যদি ভালোই বাসতে হয়, এই ভাবেই বেসো)
এরকমই (তবু পাল্টে যেতে আমি পারবো না)
আমি এরকমই

Поcмотреть все песни артиста

Sanatçının diğer albümleri

Benzer Sanatçılar